ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের ভিড়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের ভিড়

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে পরিবারের সঙ্গে অনেকটা নিরানন্দ ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদের পরদিন মঙ্গলবার বিকেল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী মানুষের কিছুটা চাপ দেখা যায়। আজ বৃহস্পতিবার সকাল থেকে তা কয়েকগুণ বেড়ে গেছে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কয়েকগুণ বেশি ভাড়ায় নিজ কর্মস্থলের দিকে ফিরছে মানুষ।

গণপরিবহন বন্ধ থাকায় পিকআপ, লেগুনা, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিক্সা, ভ্যান ও মোটরসাইকেলযোগে রওনা দিচ্ছে ঢাকামুখী মানুষ।

যানবাহন না পেয়ে ও বেশি ভাড়ার কারণে অনেক আবার পায়ে হেঁটেই ফিরছে ঢাকায়। মহাসড়কের টাঙ্গাইল বাইপাস ও আশিকপুর বাইপাসে মানুষের ভিড় দেখা গেছে।

মাহবুব নামে এক যাত্রী বলেন, ‘আমার অফিস খুলেছে আমাকে যেতেই হবে। মোটরসাইকেলে যাওয়ার জন্য চেষ্টা করছি ভাড়া চাচ্ছে ১৫শ টাকা। আমি এক হাজার টাকা বলেছি।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, গত কয়েক দিন মহাসড়ক ফাঁকা থাকলেও ঈদ শেষে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় যে যেভাবে পারছে ঢাকার দিকে যাচ্ছে।

এমজে/