করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ৯৯ জন

করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ৯৯ জন

চট্টগ্রামে নমুনা পরীক্ষায় নতুন করে ৯৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

নগরের তিন ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে মোট ৫৭৮টি নমুনা পরীক্ষা করা হয় বলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৯৬টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩২টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১২৫টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ২৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ৩৬ জন, সিভাসুতে ৩৩ জন, চমেকে ১৭ জনের করোনা পজেটিভ হয়। তবে কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের কোনো করোনা পজেটিভ রোগী পাওয়া যায়নি ।

সিভিল সার্জন জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৯ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগরে ৬৫ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৪ জন।

এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৬৮ জন । হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৭৬ জন এবং মারা গেছেন ৯৯ জন।

এমজে/