নাব্যতা সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

নাব্যতা সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কাঁঠালবাড়ি ঘাট কর্তৃপক্ষ। এদিকে লঞ্চ বন্ধ থাকায় স্পিডবোটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, সোমবার ভোর থেকে চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় চ্যানেল অতিক্রম করতে গিয়ে ডুবোচরে লঞ্চ আটকে যাওয়ায় নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, গত কয়েকদিন ধরেই পদ্মা নদীতে নাব্যতা সংকট কারণে নৌরুটের হাজরা চ্যানেলে পানি কমতে থাকায় লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। আজ সকালে এ সংকট তীব্র আকার ধারণ করায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছে চালকেরা।

কাঠাঁলবাড়ি ঘাট লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন,"গত কয়েকদিন ধরেই নদীর চ্যানেলে পানি কমে যাওয়ায় চালকদের লঞ্চ চালাতে সমস্যা হচ্ছিল।আজ সকালে পানি এতই কমে গেছে যে তাতে লঞ্চ চালানো সম্ভব নয়। তাই আমরা লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি"

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,'সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ। চ্যানেলে তীব্র নাব্যতা সংকট রয়েছে। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, দেখা যাক কি হয়।।

এমজে/