পুলিশ প্রহরায় সিলেটের দুটি রুটে এসি বাস সার্ভিস চালু

পুলিশ প্রহরায় সিলেটের দুটি রুটে এসি বাস সার্ভিস চালু

পুলিশ প্রহরায় সিলেট-হবিগঞ্জ ও সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

রবিবার সকাল ৯টায় সিলেটের কদমতলী বাস টার্মিনালের নির্ধারিত কাউন্টার থেকে পুলিশ প্রহরায় প্রথম বাসটি ছেড়ে যায়।

এর পর সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা এসে বিআরটিসি কাউন্টারে তালা লাগিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) সিলেট ডিপোর অপারেশন ম্যানেজার জুলফিকার আলীকে মারধর ও তারগাড়ি ভাঙচুর করে সিলেট- মৌলভীবাজার-হবিগঞ্জ রোডে বিআরটিসি বাস বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এরপর পুলিশ প্রহরায় বেলা ১১টা ২৫ মিনিটে তৃতীয় বাসটি ছেড়ে যায়।

এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন সিলেট ডিপোর অপারেশন ম্যানেজার জুলফিকার আলী।

গত ২২ ডিসেম্বর এ দুই রুটে বাস সার্ভিসের উদ্বোধন করা হলেও পরিবহন ধর্মঘটের কারণে আর বাস চলাচল করেনি।

সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটের ভাড়া যথাক্রমে ২৩৫ টাকা (শ্রীমঙ্গল) ও ১৮০ টাকা (মৌলভীবাজার) এবং সিলেট-হবিগঞ্জ রুটের এসি গাড়ির ভাড়া ২৭৭ টাকা। তবে শীতকাল হওয়ায় সিলেট-হবিগঞ্জ রুটের এসি বাসের ভাড়া নেয়া হবে ১৮০ টাকা ও মৌলভীবাজারে ১৪০ থেকে ১৬০ টাকা ও শ্রীমঙ্গল পর্যন্ত ১৭০ থেকে ১৮০ টাকা।

এমজে/