ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসী উদ্ধার

লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ১৭৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে দু’জন অভিবাসীর মরদেহও উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়া কোস্টগার্ড। তাদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি নাগরিক ছিল।

নৌবাহিনী অভিবাসীদের লিবিয়ার সীমান্তের নিকটবর্তী দক্ষিণ তিউনিসিয়ার বেন গুয়েরদান বন্দরে উপকূলে নিয়ে আসতে সহায়তা করেছিল এবং তাদের আইওএম এবং রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার সময় গত জানুয়ারি থেকে এক হাজারের বেশি মানুষ তিউনিসিয়ায় আটকা পড়েন। এমন মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে।

জীবন-জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ বা নৌকায় চড়ে বসেন অসংখ্য শরণার্থী। আর উত্তাল সাগরের বুকে একের পর নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ।