ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি‌মি যানজট, দুর্ভোগ চরমে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি‌মি যানজট, দুর্ভোগ চরমে

ঢাকামুখী গণপরিবহনের চাপ বাড়তে থাকায় টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থে‌মে থে‌মে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে।

এদিকে রপ্তানীমুখী শিল্প কারখানা খুলে দিলেও যানবাহন চালু না থাকায় দিনব্যাপী নানা আলোচনা সমালোচনার পর শিল্প শ্রমিকদের কর্মস্থলে ফিরতে আজ রোববার ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার।

শনিবার রাতে এক তথ্য বিবরণীতে জানানো হয়, রপ্তানিমুখী শিল্প শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার জন্য রোববার বেলা ১২টা পর্যন্ত গণপরিবহন চলবে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচলরত উত্তরবঙ্গের ১৯ টি জেলাসহ টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরের বিভিন্ন গণপরিবহনগুলিকে মহাসড়কে চলতে দেখা যাচ্ছে। তবে এসব গণপরিবহনে মানা হচ্ছে না এক আসন খালি রাখা নীতি। রক্ষা করা হচ্ছে না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি মানাতে কোন প্রকার তৎপরতাও দেখা যায় যায়নি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্তৃপক্ষকে।

এর আগে কঠোর বিধিনিষেধের মধ্যেই রপ্তানিমুখি শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণায় শনিবার সকাল থেকে মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও নৌ পথে মানুষের ঢল নামে। গণপরিবহন বন্ধ থাকায় অযাত্রীবাহি পরিবহনে ভাড়া নৈরাজ্য, পরিবহন সংকট ও প্রাকৃতিক বৈরি পরিবেশের মধ্যে কারণে কর্মমুখী এসব মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এসময় বেশি দুর্ভোগে পড়েছেন নারী,শিশু ও বয়োবৃদ্ধরা।

এমজে/