সাজেকে আগুনে পুড়ে গেলো রিসোর্ট-বাড়ি-রেস্তোরাঁ

সাজেকে আগুনে পুড়ে গেলো রিসোর্ট-বাড়ি-রেস্তোরাঁ

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে তিনটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ এবং একটি বাড়ি। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

ইউএনও জানান, রাত সোয়া ৩টার দিকে সাজেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দীঘিনালা থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাজেকের চিলেকোঠা রিসোর্টের স্বত্বাধিকারী নাসিরউদ্দিন পিন্টু বলেন, ‘রাতে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূচনা হয়েছে বলে মনে হচ্ছে। ফায়ার সার্ভিসের সহযোগিতা ঠিকমতো না পেলে পুরো সাজেক ভষ্মীভূত হয়ে যেত।’

মাচাং নু রিসোর্টের হপেন ত্রিপুরা বলেন, ‘সম্ভবত রেস্তোরাঁ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে, এখনো নিশ্চিত নই আমরা। অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে সাজেক।’

এমজে/