শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

শিক্ষকের মৃত্যুর ঘটনায় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

শিক্ষকের মৃত্যুর ঘটনায় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেটের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে শুক্রবার বিকেল চারটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো সিন্ডিকেট বৈঠক শুরু হয়। শিক্ষকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেট সভা আহ্বান করা হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়।
বিজ্ঞাপন

শুক্রবার সকাল ১০টার দিকে সিন্ডিকেটের এ বৈঠক শুরু হওয়ার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসনিক ভবনে শুরু হওয়া এ সভায় উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।