সমুদ্রের নিচে থাকা ইন্টারনেট ক্যাবলে ভাঙন, মেরামতে লাগবে এক মাস

সমুদ্রের নিচে থাকা ইন্টারনেট ক্যাবলে ভাঙন, মেরামতে লাগবে এক মাস

সমুদ্রের নিচে থাকা ফাইবার অপটিক্স ভেঙে যাওয়াতে ইন্টারনেটের গতি দুর্বল হয়ে পড়ছে। ফলে কর্তৃপক্ষ সেটিকে আবার মেরামতের উদ্যোগ নিয়েছে। তবে ক্যাবলটি সমুদ্রের অনেক গভীরে থাকায় মেরামতে প্রায় এক মাস সময় লেগে যেতে পারে।

দ্বীপ রাষ্ট্র টোঙ্গোতে সমুদ্রের নিচে থাকে অগ্নিগিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় সৃষ্ট সুনামিতে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার মধ্যে অন্যতম ক্ষতি সমুদ্রের নিচে থাকা ইন্টারনেট ক্যাবল ভেঙে যাওয়া।

এদিকে এ ক্যাবল ঠিক করতে এক মাসের কথা জানিয়েছে নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয়। কারণ এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ৪৯ হাজার ৮৮৯ মাইল নিচে রয়েছে। সুনামির ফলে দ্বীপ রাষ্ট্রটির ১ লাখ ১০ হাজার মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

সাউথ প্যাসিফিক বিশ্ববিদ্যালয় একটি স্যাটেলাইট ডিস সংযোগের মাধ্যমে ২জি নেটওয়ার্ক সংযুক্ত করেছে। যেটি সুনামির কারণে ক্ষতিগ্রস্ত হওয়াতে এখন ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে।

৩৭ কিলোমিটার পর্যন্ত ক্যাবলটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ক্যাবল অপারেটর কর্তৃপক্ষ। এটি মেরামতের জন্য প্রথমে একটি বোট পাঠানো হবে।

বৈশ্বিক ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি দ্বীপ টোঙ্গো। কারণ এ দ্বীপের সমুন্দ্রের নিচ দিয়ে বেশ কিছু ইন্টারনেট ক্যাবেল সংযোগ স্থাপন করা হয়েছে। সূত্র: বিবিসি

এমজে/