আরও ২৭৯ জনের ডেঙ্গু শনাক্ত

আরও ২৭৯ জনের ডেঙ্গু শনাক্ত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোন মৃত্যু নেই। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাড়ালো ৮৮৯ জনে।

বুধবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে ২৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ১৯৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৮৩ জন।