রাশিয়ার তেল দেশে পরিশোধন সম্ভব নয়

রাশিয়ার তেল দেশে পরিশোধন সম্ভব নয়

রাশিয়া থেকে আনা অপরিশোধিত জ্বালানি তেল দেশের বর্তমান অবকাঠামো ব্যবহার করে পরিশোধন করা সম্ভব নয় বলে ইআরএল’র প্রতিবেদনে উঠে এসেছে। এই তেলের নমুনা পরীক্ষা করে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দেয়া প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। তাদের নিজস্ব ল্যাবে নমুনা পরীক্ষার পর তা যাচাই-বাছাই করে এ প্রতিবেদন তৈরি করেছে প্রতিষ্ঠানটির কারিগরি কমিটি।

আজ মঙ্গলবার প্রতিবেদনটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে জমা দিয়েছে ইআরএল। নমুনা পরীক্ষার ফলাফল ও মতামত জানানো ছাড়াও বেশ কিছু কারিগরি বিষয় তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। বিপিসি ও ইআরএলের সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিপিসি’রর চেয়ারম্যান এ বি এম আজাদ মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, ইআরএল বর্তমান অবকাঠামো ও যন্ত্রপাতি ব্যবহার করে রাশিয়ার জ্বালানি তেল পরিশোধন করতে পারবে না বলে প্রতিবেদনে জানিয়েছে। নমুনা পরীক্ষা করে তাদের কারিগরি দল এ প্রতিবেদন তৈরি করেছে। শিগগিরই নমুনা সরবরাহকারী সংস্থাকে এটি জানানো হবে।