ভয় পেয়ে গুলি চালাচ্ছে সরকার: নজরুল ইসলাম খান

ভয় পেয়ে গুলি চালাচ্ছে সরকার: নজরুল ইসলাম খান

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে জনগণের ন্যায়সংগত আন্দোলনে গুলি চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘খাবার-চাকরি দিতে পারবেন না; অথচ জনগণ প্রতিবাদ করলে গুলি চালাবেন। এমন গুলি স্বৈরাচার এরশাদও চালিয়েছিল, টিকতে পারেনি।’

শুক্রবার রাজধানীর বছিলা এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর জোন আয়োজিত জনসভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং বিএনপির চলমান বিক্ষোভ কর্মসূচিতে কয়েকজন নেতা-কর্মীর মৃত্যুর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। এখন মোটা চালের দামও ৫০ টাকার বেশি। বলেছিল, ঘরে ঘরে চাকরি দেবে। এখন ঘরে ঘরে বেকার। সরকারের লুটপাট, দুঃশাসনের কারণে কিছু মানুষ কোটিপতি হয়েছে আর ৪ কোটি মানুষ দরিদ্র হয়েছে। এই সরকার এসব কোটিপতির সরকার, দরিদ্র জনগণের না।’

জনগণের ওপর গুলি চালিয়ে সরকার টিকে থাকতে পারবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘স্বৈরাচার এরশাদ এমন গুলি চালিয়েছিল, টিকতে পারেনি; এই সরকারও পারবে না। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি বারবার বলছে, নির্দলীয়, নিরপেক্ষ সরকার গঠন করে গ্রহণযোগ্য নির্বাচন দেন। কিন্তু ভালো কথা শোনার লোক আওয়ামী লীগ না।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির প্রমুখ।