সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার ও ইইউ'র আহ্বান

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার ও ইইউ'র আহ্বান

আজ (২রা নভেম্বর) জাতিসংঘ স্বীকৃত 'সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস'। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করা বিভিন্ন সংগঠন দিবসটি পালন করছেন।

দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। আজ (বুধবার) নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে তিনি লিখেছেনঃ

"গণতন্ত্র ও মুক্ত সমাজের জন্য মুক্ত গণমাধ্যম অপরিহার্য। আজ সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবসে বৃটেন সব সরকারের প্রতি গণমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের জবাবদিহিতাকে সমর্থন করতে আহ্বান জানাচ্ছে।"

তাছাড়া, দিবসটির প্রাক্কালে (১ নভেম্বর) ব্রাসেলস থেকে ইউরোপীয় কমিশন (ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী সংস্থা) একটি বিবৃতি প্রকাশ করেছে। কমিশনের উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল এবং ভাইস-প্রেসিডেন্ট ভেরা জোরোভার পক্ষে যৌথ বিবৃতির উল্লেখযোগ্য অংশটুকুঃ

“সাংবাদিকরা বিরোধপূর্ণ এলাকা থেকে রিপোর্ট করে আমাদের চোখ-কান হিসেবে কাজ করেন। বাস্তবে কী ঘটছে সেটা জানাতে তারা নিজেদের জীবনকে বিপদে ফেলেন। তারা সেন্সরশিপ এবং হয়রানি ছাড়াও নির্বিচারে আটক এবং নৃশংস আক্রমণের মুখোমুখি হন। তারা কেবল যুদ্ধক্ষেত্রেই সাংবাদিকরা আক্রমণের শিকার হন, তা নয়। সারা বিশ্বেই সাংবাদিকরা নিজেদের কাজের জন্য ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন হন। তারা ঘৃণামূলক অপরাধের শিকার৷ তাদের অনলাইনে হয়রানি করা হয়, স্পাইওয়্যার দ্বারা লক্ষ্যবস্তু বানানো হয়, এমনকি হত্যাও করা হয়।

রাষ্ট্রগুলোকে অবশ্যই নিরপেক্ষ, স্বাধীন, কার্যকর, স্বচ্ছ এবং সময়োপযোগীভাবে সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত সমস্ত অপরাধমূলক কাজের তদন্ত ও বিচার করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসান ঘটাতে হবে।”