চট্টগ্রামে কুকুর লেলিয়ে হিমাদ্রি হত্যা: ৩ জনের ফাঁসি বহাল, খালাস ২

চট্টগ্রামে কুকুর লেলিয়ে হিমাদ্রি হত্যা: ৩ জনের ফাঁসি বহাল, খালাস ২

চট্টগ্রামে কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সঙ্গে খালাস দেয়া হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করা হয়। রায়ে আরও বলা হয়, হিংস্র কুকুর লেলিয়ে দিয়েই হিমাদ্রীকে হত্যা করে আসামিরা।

এর আগে ২০১৬ সালের ১৬ আগস্ট হিমাদ্রি হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন চট্টগ্রামের একটি আদালত।

২০১২ সালের ২৭ এপ্রিল, চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের চারতলায় হিমাদ্রিকে হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের পর, ছাদ থেকে ফেলে দেয়া হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

ওই ঘটনায় হিমাদ্রীর মামা অসিত দাস পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি, আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।