ছাত্রলীগে পদবাণিজ্য

'এক লাখ পেয়েছি, কালকের ভেতর আরও এক পাঠিয়ে দিবি'

'এক লাখ পেয়েছি, কালকের ভেতর আরও এক পাঠিয়ে দিবি'

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিতে এক নেতাকে সাধারণ সম্পাদক পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক আতিকুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন পদপ্রত্যাশী ওই নেতা।

এ নিয়ে তাঁদের কথোপকথনের একটি অডিও বুধবার রাতে ফেসবুকে ভাইরাল হয়েছে।

এতে পদপ্রত্যাশী সাব্বির আহমেদকে মোবাইল ফোনে আতিকুল বলেন, তিনি এক লাখ টাকা পেয়েছেন। আরও দেড় লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেন তিনি। সাব্বির জানান, তিনি তাঁর চাহিদা অনুযায়ী পুরো টাকা দিলেও প্রতিশ্রুত পদ পাননি।

২ মিনিট ৫৪ সেকেন্ডের অডিওটি ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে কয়েক দফা চেষ্টা করেও অভিযুক্ত কেন্দ্রীয় নেতার বক্তব্য পাওয়া যায়নি।

এতে আতিকুল বলেন, 'তুই আমারে আগে এক লাখ দিয়েছিস, পেয়েছি। আমি খুব গর্বিত। খুব দ্রুত এখন ২৫ হাজার টাকা বিকাশ কর, আর সকালে ২৫ হাজার টাকা বিকাশ করবি।' সাব্বির বলেন, '২৫ হাজার টাকা তো এখন নাই ভাই, একটু সময় দেন, ম্যানেজ করি।'

আরও কিছু সময় এ নিয়ে আলাপের পর আতিকুল বলেন, 'এখন চার কিস্তিতে তুই আমারে কালকের ভেতরে ১ (লাখ) পাঠিয়ে দিবি।'

জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাব্বির জানান, বিভিন্ন সময় কমিটিতে পদ পাইয়ে দেওয়ার নামে আতিক তাঁর কাছ থেকে বিভিন্ন মাধ্যমে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি স্বীকার করছেন ভাইরাল হওয়া অডিওটি তাঁর এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আতিকুলের।

সাব্বির সাংবাদিকদের ২৫ হাজার করে ৫০ হাজার টাকার বিকাশের ২টি স্ক্রিনশট এবং অডিও বার্তা সরবরাহ করে বলেন, 'আতিকুল আমাকে কথা দিয়েও কথার বরখেলাপ করেছে। আমার সৎ সাহস আছে বলেই আমি বলতে পারছি। তাঁর সাহস থাকলে তিনি প্রমাণ করুক।'

তিনি আরও জানান, ওই অডিও ক্লিপটি গত ২২ অক্টোবরের। এরপর গত ৭ নভেম্বর ডা. সাইফ জামান আনন্দকে সভাপতি এবং মো. আশিকুজ্জামানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।-সমকাল