ফরিদপুরের সমাবেশস্থলে বিএনপির কেন্দ্রীয় নেতারা

ফরিদপুরের সমাবেশস্থলে বিএনপির কেন্দ্রীয় নেতারা

সমাবেশের আগের দিন আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সমাবেশস্থলে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

মহাসচিবের সঙ্গে ছিলেন- বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, বিএনপির দুই সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান এবং অন্য নেতারা।

সমাবেশে উপস্থিত হয়ে মির্জা ফখরুল সমাবেশের মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে উৎসাহিত করেন।

এদিকে গণসমাবেশের তিন দিন আগ থেকেই ফরিদপুরে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। গণপরিবহণ বন্ধ হলে দুর্ভোগ এড়াতে এ পন্থা অবলম্বন করেন তারা।

জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মাসুদ রানা বলেন, বুধবার রাত থেকেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে পৌঁছতে থাকেন।

ফরিদপুরের এ বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ বলেন, সরকার এই গণসমাবেশে আসা জনস্রোত বাধাগ্রস্ত করতে নানাভাবে বিঘ্ন সৃষ্টি করেছে। এজন্য নেতাকর্মীরা আগভাগেই সমাবেশস্থলে এসে পৌঁছেছেন।

ফরিদপুরের বিএনপি নেতারা বলছেন, এ গণসমাবেশে লক্ষাধিক লোকের সমাগম হবে। সমাবেশস্থল থেকে শহর পর্যন্ত লোকে-লোকারণ্য হবে- এমন প্রস্তুতিই নিচ্ছেন তারা।