লোহাগাড়ায় বিজিবি’র বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৩

লোহাগাড়ায় বিজিবি’র বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৩

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাসের সাথে লেগুনার মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আরো চারজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চকরিয়া উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো: হামিদুল্লাহ (২৯), একই এলাকার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪)।

হতাহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানিয়েছে স্থানীয়রা। তবে এই সংবাদ লেখা পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে।