সীতাকুণ্ডে আবারো আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪টি ইউনিট

সীতাকুণ্ডে আবারো আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪টি ইউনিট

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (১১ মার্চ) সকাল ৯টা ৪০ মিনিটে উপজেলার ছোট কুমিরার হিঙ্গুরী পাড়ায় ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে ‘ইউনিটেক্স’-এর মালিকানাধীন তুলার গোডাউনে এ ঘটনা ঘটে।

গোডাউনের সিকিউরিটি ইনচার্জ মো: দিলদার আলী জানান, ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন না। খবর পেয়ে এসে দেখেন ভয়বহ আগুন জ্বলছে।

কুমিরা ইউনিয়ন পরিষদের সদস্য মো: রফিক জানান, গোডাউন সংস্কারে টিনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ থেকেই আগুনের সূত্রপাত।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ নূরে আলম দুলাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও কুমিরা ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।

এছাড়া আগ্রাবাদ ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত ৪ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদম রসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শিল্পে ব্যবহারের জন্য অক্সিজেন উৎপাদনকারী ‘সীমা অক্সিজেন প্ল্যান্টে’ বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার পাওয়া গেছে।