বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র: পিটার হাস

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র: পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছে তাদের প্রত্যেকের প্রতি সমর্থন হিসেবে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটার হাস।

তিনি বলেন, আজকের (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং গতকাল (বুধবার) আমাদের বিবৃতিতে আপনারা যেমনটা দেখেছেন, এটা আমরা বাংলাদেশি জনগণকে সমর্থন জানাতে করেছি। বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী এবং বাংলাদেশে যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি সমর্থন জানিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে।

পিটার হাস বলেন, গতকালের ঘোষণা গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন জানাতে আমাদের সহযোগিতার অংশ।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ঘোষিত ভিসা নীতিতে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে নতুন নীতিমালা নিয়ে কথা হয়েছে বলে জানান পিটার হাস।

তিনি বলেন, বৈঠকটি আগে থেকে নির্ধারিত ছিল এবং নিয়মিত ধারাবাহিক বৈঠকের অংশ। যেখানে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে তা নিয়েও আমরা আলোচনা করেছি।