কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

ঢাকা, ১২ আগস্ট (জাস্ট নিউজ) : কুমিল্লার নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

বেগম খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৬ আগস্ট এ মামলায় বেগম খালেদা জিয়ার ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। এর পর দিন গত ৭ আগস্ট এ জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে এই আবেদনের ওপর শুনানি শেষে ৯ আগস্ট দিন ধার্য করেন আদালত। সে হিসেবে আজ রাষ্ট্রপক্ষের আবেদন নামঞ্জুর করে আদালত এই আদেশ দেন।

গত ২৩ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে নাশকতার ঘটনায় করা মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে কুমিল্লার বিশেষ জজ আদালত-১ কে নির্দেশ দেন হাইকোর্ট।

এ মামলায় গত ১ জুলাই বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখিয়ে তার জামিন আবেদনের শুনানির জন্য ৮ আগস্ট দিন ধার্য করেন কুমিল্লার একটি আদালত। এর পর বেগম খালেদা জিয়া হাইকোর্টে এ মামলায় জামিন চেয়ে আবেদন করেন।

এর আগে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন বেগম খালেদা জিয়া। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

(জাস্ট নিউজ/এমআই/০৯৪৬ঘ.)