খালেদা জিয়ার মুক্তি ও মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তি ও মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

ঢাকা, ৩০ জুলাই (জাস্ট নিউজ) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমানকে হত্যা প্রচেষ্টায় ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের ব্রুকলিনে নবগঠিত দেশনেত্রী মুক্তি আন্দোলন পরিষদ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

পরিষদের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপি সমর্থক বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মার্শাল মুরাদ, আব্বাস উদ্দিন দুলাল, রকিব উদ্দিন দুলাল, আব্দুস সবুর, ওমর ফারুক, আতিকুল হক আহাদ, মেয়র আবুল কালাম আজাদ, নুর আলম, গোলাম রব্বানী সুমন, মামুন, রুমেল, সাইফুল,ইকবাল, সোহাগ রানা, নাজমুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবি করে বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করলে বাংলাদেশের মানুষ সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা। বক্তারা বলেন, ষড়যন্ত্র করে, মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানের অগ্রযাত্রা কেউ রুখতে পারবেনা।

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর ছাত্রলীগের নৃশংস হামলায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমানের হামলা চালিয়েছে ছাত্রলীগের গুন্ডা বাহিনী। তারা অবিলম্বে এই অবৈধ সরকারের পদত্যাগ দাবি করেন।

(জাস্ট নিউজ/এমআই/১১৪০ঘ.)