খালেদা জিয়ার জামিন ১৪ অক্টোবর পর্যন্ত বর্ধিত

খালেদা জিয়ার জামিন ১৪ অক্টোবর পর্যন্ত বর্ধিত

ঢাকা, ৭ অক্টোবর (জাস্ট নিউজ) : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন ১৪ অক্টোবর পর্যন্ত বর্ধিত করেছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার জামিন বাতিল প্রশ্নে ঐদিন আদেশ দেয়া হয়।

রবিবার ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে বেগম খালেদা জিয়ার আইনজীবী তার জামিন বর্ধিত করার আবেদন করেন।

এছাড়া ৩০ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না এ মর্মে আদালত কারণ দর্শানোর নোটিশ জারি করেছিলেন আজ তারও জবাব দেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। পাশাপাশি বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলার আদেশের বিরুদ্ধে করা আবেদন উচ্চ আদালতে বিচারাধীন আছে এই কারণ দেখিয়ে মামলার শুনানি পেছানোর আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

বেগম খালেদার আইনজীবীদের আপত্তি জানিয়ে এ মামলার রায়ের দিন ধার্যের আবেদন করেন দুদকের আইনজীবী। আদালত আবেদন মঞ্জুর করে ১৪ অক্টোবর ধার্য করেন। আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

(জাস্ট নিউজ/একে/১৪০০ঘ.)