বিএনপির প্রার্থীদেরও চিঠি দেওয়া শুরু

বিএনপির প্রার্থীদেরও চিঠি দেওয়া শুরু

ঢাকা, ২৬ নভেম্বর (জাস্ট নিউজ) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়ে গেছে। রবিবার রাত পৌনে ১০টায় দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদ চিঠি সংগ্রহ করেন। এর মাধ্যমে মূলত দলের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু হলো। হাফিজউদ্দিন দলীয় মনোনয়ন পাওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জোট শরিকদের মধ্যে যারা ধানের শীষ মার্কা নিয়ে ভোটের লড়াইয়ে নামবেন, তাদের আজ সোমবার থেকে চিঠি দেওয়া শুরু হবে। মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে রবিবার এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, অধিকাংশ আসনেই দুজনকে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে। এতে একজনের মনোনয়ন বাতিল হলেও বিকল্প প্রার্থী থাকবে।

এদিকে ঢাকার আসনগুলোয় বিএনপির মনোনয়নে বেশকিছু রদবদল হতে পারে বলে জানা গেছে। কয়েকটি আসনে প্রার্থী করা হচ্ছে ২০-দলীয় জোটের শরিক দল ও ঐক্যফ্রন্টভুক্ত দলগুলোর নেতাদের; একাধিক নতুন মুখও রয়েছে।

বিএনপির একাধিক নীতিনির্ধারক জানান, এবারের মনোনয়ন বোর্ডের বৈঠক ব্যতিক্রম ছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়নপত্র যাচাই-বাছাই বলতে যা বোঝায় সবই ছিল। বোর্ডের সদস্যরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজলুম জননেতা তারেক রহমানের ভূমিকায় খুবই সন্তুষ্ট। স্কাইপের মাধ্যমে তিনি লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ডের সভাপতিত্ব করেছেন। প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে স্থায়ী কমিটির সংখ্যাগরিষ্ঠ নেতাদের মতামতকেই গুরুত্ব দিয়েছেন তিনি।

(জাস্ট নিউজ/এমআই/১০৪৫ঘ.)