শরীয়তপুরে বিএনপি প্রার্থীর উপর আ.লীগের হামলা

শরীয়তপুরে বিএনপি প্রার্থীর উপর আ.লীগের হামলা

শরীয়তপুর, ২৮ নভেম্বর : শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু ও তার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকালে গোসাইরহাট উপজেলা পরিষদ চত্ত্বরের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে যুবদল ছাত্রদলের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বিএনপি মনোনিত প্রার্থীর অভিযোগ আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিএনপির গণজোয়ার দেখে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটিয়েছে। হামলার সময় বিএনপি নেতাকমীদের ২০টি মোটর সাইকেল ভাংচুর করে ১০টি মোটর সাইকেল ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে। এ

ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদারের দাবী মনোনয়ন পত্র দাখিলের সময় দু’গ্রুপের নেতা কর্মীদের মাঝে ধাক্কা ধাক্কি হয়েছে। সহকারী পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল বলছেন কোনো হামলার ঘটনা ঘটেনি।

শরীয়তপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জান গেছে, বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে বিকাল অনুমান সাড়ে ৩টায় শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু মনোনয়নপত্র দাখিল করতে নেতাকর্মীদের নিয়ে গোসাইরহাট থেকে ভেদরগঞ্জ যাওয়ার জন্য রওয়ানা দিয়ে ডামুড্যা উপজেলার তিনখাম্বা যাওয়ার পরে পুলিশ বাধা দেয়।

এরপর অপু ভেদরগঞ্জ না গিয়ে নেতাকর্মীদের নিয়ে বাড়ী ফেরার সময় গোসাইরহাট উপজেলার পরিষদের নিকট পৌছলে আওয়ামী লীগের সমর্থকরা গোসাইরহাট উপজেলা পরিষদের সামনে গাড়ী বেরিকেট দিয়ে অতর্কিত হামলা করেছে বলে অভিযোগ বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুর।

এ সময় মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর সমর্থক কেন্দ্রীয় যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল জব্বর খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, ছাত্রনেতা ইউসুফ সরদার, স্বপন মৃধা, খান শামীম, আবু তাহের, এনায়েত হরকার, হারুন অর রশিদ, যুবদল নেতা স্বপন বেপারী, কামাল ঢালী, পিন্টু ঢালী, মুজাহিদুল, আল ইসলাম, নজরুল ইসলাম ঢালী, সজিব ঘরামী, জুয়েল ঢালীসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়।

এ সময় হামলা কারীরা বিএনপি নেতাকর্মীদের ২০টি মোটর সাইকেল ভাংচুর ও ১৫টি মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে বলে বিএনপির প্রার্থীর সমর্থকরা দাবী করেছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিএন পির নেতা কর্মীদের মাঝে চরম আতংক বিরাজ করছে।

কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল জব্বর খান বলেন, শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনিত প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু বুধবার বিকাল ৩টার দিকে তার নেতা কর্মীদের নিয়ে গোসাইরহাটে মনোনয়নপত্র জমা দিতে ভেদরগঞ্জ যাওয়ার পথে ডামুড্যা উপজেলার তিনখাম্বা এলাকায় আসলে প্রথমে পুলিশ আমাদের বাধা দেয়। এরপর গোসাইরহাট উপজেলার নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয় বিএনপির প্রার্থী ও তার সমর্থকরা। গোসাইরহাট উপজেলা পরিষদের সামনে পৌঁছলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিকদারের নেতৃত্বে হামলা করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। এসময় হামলাকারীরা ২০টি মোটর সাইকেল ভাংচুর সহ বিএনপির প্রার্থীর গাড়ীর উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ২০ জন নেতা কর্মী আহত হয়।

এ ব্যাপারে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিকদারের নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে আমরা এর বিচার চাই।

গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিকদার বলেন, বিএনপির মনোনয়ন পত্র দাখিলের সময় ছিল ১২টায় । তারা দুপুর ২টা পযর্ন্ত তারা ঐ এলাকা ছাড়েনি। এদিকে আমাদের নেতা কর্মীরা রাস্তায় অপেক্ষমান ছিল। এসময় নুরুদ্দিন অপু ও তার লোকজন ধানের শীষের মোটর শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় আমদের নেতা কর্মীদের সাথে তর্ক বিতর্ক শুরু হয়। এবং তাদের মধ্যে ধাক্কা ধাক্কি হয়। এর বেশী কিছু না।

বিএনপির প্রার্থী তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেন, গোসাইরহাট উপজেলা থেকে ভেদরগঞ্জে উপজেলায় মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিকদারের নেতৃত্বে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করে ১০টি মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায় এবং ২০টি মোটর সাইকেল ভাংচুর করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। আমি এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবো।

ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান বলেন, পুলিশ কোনো বাধা দেয়নি। পুলিশ তাদেরকে নির্বাচনের আচরন বিধি মেনে চলার জন্য বলেছে।

সহকারী পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল মোহাইমানুল ইসলাম প্রথমে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরে বলেন, সামান্য উচ্চবাচ্য হয়েছে। তারপর তারা মিলে মিশে চলে গেছে।

(জাস্ট নিউজ/একে/২৩৪৫ঘ.)