ফের আফরোজা আব্বাসের গণসংযোগে হামলা, সাংবাদিকসহ আহত ৫০

ফের আফরোজা আব্বাসের গণসংযোগে হামলা, সাংবাদিকসহ আহত ৫০

ঢাকা, ২৩ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের গণসংযোগে হামলা চালানো হয়েছে। আজ দুপুর ১টার দিকে মুগদা এলাকায় মিছিলের পেছন থেকে এ হামলা চালায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ।

হামলায় নারী ও সাংবাদিকসহ অন্তত: ৫০ জন আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ঘটনার পর গণসংযোগ বন্ধ করে বাসায় ফিরে গেছেন আফরোজা আব্বাস।

আফরোজা আব্বাসের দাবি, হামলায় নারীসহ শতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ঘটনার পর গণসংযোগ বন্ধ করে বাসায় ফিরে যান। এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগে নিয়ে যাবেন বলেও জানিয়েছেন আফরোজা আব্বাস।

আফরোজা আব্বাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়- হামলাকারীদের মধ্যে রয়েছে, মাণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামিম, সাংগঠনিক সম্পাদক খায়রুল, মুগদা থানা ছাত্রলীগ সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক শাম্পু, মুগদা স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম হোসেন, শাহাজাদা বাবু, আওলাদ, রুবেল, জীবন, মানিকনগর যুবলীগ নেতা জীবন, মাণ্ডা যুবলীগ নেতা হাজী বিপ্লব, বিচ্ছু রনি, চাঁনতারা ফারুক, পিচ্ছি রাসেল, শাহিন, প্লাবন, মাণ্ডা আওয়ামী লীগ নেতা হাজী আনোয়ার, মুগদা আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া রাজা, হিরু মেম্বার, সোলেমান মেম্বার, শ্রমিক লীগের তোতলা কালাম প্রমুখ।

আহতরা হলেন- মহিলাদল নেত্রী নূরজাহান আক্তার ইভা, শোভা, মনোয়ারা রহমান, জয়া, শারমিন আক্তার, মিজানুর রহমান, সোনিয়া আহমেদ, পারভিন, মর্জিনা আক্তার, ফরিদা পারভিন, সুলতানা রাজিয়া, আসিফ, সোহেল, ইসমাইল, কাজী আকবর প্রমুখ।

এ ঘটনায় হায়দার আলী নামে একজন ফটো সাংবাদিক মারাত্মক আহত হয়েছেন। হামলাকারীরা তার ক্যামেরা ছিনিয়ে নেয়। একইসঙ্গে তাকে মাটিতে ফেলে উপর্যুপরি লাথি মারতে থাকে। তারা লাঠি দিয়ে বেধড়ক পেটায় এই ফটো সাংবাদিককে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

(জাস্ট নিউজ/একে/১৮৪০ঘ.)