আ.লীগ-পুলিশ ভোটারদের ভোট দিতে নিষেধ করছে: মির্জা আলমগীর

আ.লীগ-পুলিশ ভোটারদের ভোট দিতে নিষেধ করছে: মির্জা আলমগীর

ঠাকুরগাঁও, ২৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : সরকারি দলের নেতা-কর্মীরা পুলিশের সহায়তায় ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে নিষেধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ার নিজ বাসভবনে তিনি এ কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। তবে শেষ পর্যন্ত আমরা লড়ে যাব।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে সিংগিয়া গ্রামে হিন্দুবাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, জেলা ফায়ার সার্ভিস জানিয়েছে-সেটি বিদ্যুতের শর্টসার্কিট থেকে হয়েছে। তবে শুরু থেকেই আওয়ামী লীগ বিএনপিকে দোষারোপ করছে। এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনসহ ১৩ নেতা-কর্মীর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাও দিয়েছে আওয়ামী লীগ।

আজ ঢাকায় ফিরে সার্বিক বিষয় নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা হবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ফখরুল।

(জাস্ট নিউজ/এমআই/১০১১ঘ.)