আরডিসির কথিত জরিপে টাকা ঢেলেছে সালমানের ২ প্রতিষ্ঠান

আরডিসির কথিত জরিপে টাকা ঢেলেছে সালমানের ২ প্রতিষ্ঠান

ঢাকা, ২৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) :ভোটের মাত্র ৩ দিন হাতে রেখে রাজধানী ঢাকায় কথিত একটি নির্বাচন জরিপ প্রকাশ করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি)। জরিপের ফলে দেখানো হয় আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ২৪৮ আসন, জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯ আসন ও অন্যান্য দল পাবে তিনটি আসন। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে। প্রশ্ন উঠে জরিপের নিরপেক্ষতা নিয়ে। অনেকেই এটিকে পক্ষ-পাতদুষ্ট, অর্থায়নপুষ্ট বলে মনে করেন।

খবর নিয়ে জানা গেছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশন ও ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট-এই দুটি প্রতিষ্ঠানের অর্থায়নে জরিপটি করেছে আরডিসি।

গত বুধবার রাজধানীর রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে প্রতিষ্ঠানটি নির্বাচনের আগাম জরিপ তুলে ধরে সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলন আয়োজনের দায়িত্ব পালন করা প্রতিষ্ঠান ইমপ্যাক্ট পিআরের পক্ষ থেকে বৃহস্পতিবার জরিপের অর্থায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, ইনডিপেনডেন্ট টেলিভিশন আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন ওই দুটি গণমাধ্যম। তিনি এবার ঢাকা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি এখন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান।

নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে এরকম একটি একপক্ষ, উদ্দেশ্যমূলক জরিপ কেন চালানো হলো তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

জরিপের ফলাফলে বলা হয়, ৬০ শতাংশ ভোটার আওয়ামী লীগকে ভোট দিয়েছেন জরিপে অংশগ্রহণকারীরা। বিএনপি ও ঐক্যফ্রন্টকে ভোট দিয়েছেন ২২ শতাংশ। ওই ভোটে ১০ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন, সেই সিদ্ধান্ত নিতে পারেননি। জরিপে ৫১টি নির্বাচনী এলাকার ২ হাজার ২৪৯ জন ভোটার অংশ নেন বলে আরডিসি দাবি করে।

ছায়া ভোটে জাতীয় পার্টির পক্ষে ভোট পড়েছে ৪ শতাংশ। আর ৩ শতাংশ ভোটার ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে ভোটের জরিপে অংশ নেওয়া ৯৮ শতাংশ ভোটার বলেছেন, তারা একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ভোট দিতে চান।

(জাস্ট নিউজ/এমআই/১৪১০ঘ.)