গাড়ি থেকে নামিয়ে একজন নারীকে গুম করে রাখা অশুভ সঙ্কেত: রিজভী

গাড়ি থেকে নামিয়ে একজন নারীকে গুম করে রাখা অশুভ সঙ্কেত: রিজভী

অনলাইন অ্যাক্টিভিষ্ট ও মহিলা দল চট্টগ্রাম মহানগর শাখার প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে র‌্যাবের আটকের কথা স্বীকার না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে রিজভী আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ফেনীর লালপুল এলাকা থেকে মাহমুদা আক্তার লিটাকে র‌্যাব-৭ এর সদস্যরা তুলে নিয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত তাকে কোথায় রাখা হয়েছে বা আটকের কথা স্বীকার না করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

রিজভী আহমেদ আরো বলেন, এই ঘটনা আতঙ্কজনক, একজন নারীকে এভাবে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে গিয়ে গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সঙ্কেত।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের পর বর্তমান শাসকগোষ্ঠী আরও হিংস্র রুপ ধারণ করেছে। তিনি অবিলম্বে দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানান।

এমআই