ভাষা দিবসে বিএনপির ২ দিনের কর্মসূচি

ভাষা দিবসে বিএনপির ২ দিনের কর্মসূচি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কর্মসূচির ঘোষণা দেন।
কর্মসূচি হলো

আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা।

২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। একইভাবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দিবসটি উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

একই দিনে সকাল ৬টায় কালো ব্যাজ সহকারে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন।

পাশাপাশি ২১ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে জেলা, মহানগর, উপজেলা ও থানার বিভিন্ন ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন।

একই দিনে দলের বিভিন্ন ইউনিট ও স্থানীয় ব্যবস্থানুযয়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করা হবে।

এমজে/