ডাকসু নির্বাচন

আচারণবিধি লঙ্ঘন করে ক্যাম্পাসে মোটরসাইকেল চালাচ্ছে ছাত্রলীগ

আচারণবিধি লঙ্ঘন করে ক্যাম্পাসে মোটরসাইকেল চালাচ্ছে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি মানছেন না ছাত্রলীগ নেতা-কর্মীরা। তাদের বিরুদ্ধে উঠেছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। মঙ্গলবার সকাল ৮টায় হলে হলে শুরু হয়েছে ভোটগ্রহণ।

ভোটগ্রহণ শুরুর পরপরই ছাত্রলীগ নেতা-কর্মীদের এক হল থেকে অন্য হলে মোটরসাইকেল বহর নিয়ে যায়। ওই বহরে ডাকসু নির্বাচনে এজিএস প্রার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনকেও দেখা যায়।

বিষয়টি ক্যাম্পাসে সমালোচনার ঝড় তুলেছে।

ডাকসু নির্বাচনের আচরণবিধির ৩(ক) ধারায় বলা হয়েছে, ‘নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের যানবাহন যেমন-মোটরকার, মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি, হাতি, ব্যান্ড পার্টি ইত্যাদি নিয়ে কোনোরূপ শোভাযাত্রা বা মিছিল করা যাবে না৷’

এমজে/