জনগণ ঐক্যবদ্ধ হলে সব কিছু করা সম্ভব: ড. কামাল হোসেন

জনগণ ঐক্যবদ্ধ হলে সব কিছু করা সম্ভব: ড. কামাল হোসেন

দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে সব কিছু করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল হোসেন বলেন, জনগণ ঐক্যবদ্ধ হলে সবকিছু করা সম্ভব। অসম্ভবকে সম্ভব করা যায়। আমাদের যে লক্ষ্য আছে সেটাকে অর্জন করতে হলে, স্বাধীনতার ঐক্যকে রক্ষা করতে হলে প্রতিটি ঘরে ঘরে ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশের মালিক জনগণ। জনগণকে দেশের মালিকানা ভোগ করতে হবে। নির্বাচনের অর্থ হল অবাধ নিরপেক্ষ নির্বাচন। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। সংবিধানের প্রতিশ্রুতি রক্ষা করেন। তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে যারা সরকারে বসে আছে তারা কেউ জনগণের প্রতিনিধিত্ব করেনা। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। জোর জবরদস্তি করে তারা ক্ষমতায় আছে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, রাষ্ট্র বিজ্ঞানী দিলারা চৌধুরী, গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তফা মোহসীন মন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা অবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আসিফ নজরুল প্রমুখ।

এমআই