সুকৌশলে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে: রিজভী

সুকৌশলে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে: রিজভী

ঢাকা, ৪ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : ‌বিএন‌পির জ্যেষ্ঠ যুগ্ন মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ায় পুলিশের নিরপেক্ষতা এখন জনগণের কাছে হাস্যকর জায়গায় ঠেকেছে। পুলিশকে দলের স্বার্থে ব্যবহার করতে গিয়ে সুকৌশলে পুলিশের মেরুদণ।ড ভেঙ্গে দেওয়া হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তা-ভাবনা করা দরকার।

রবিবার সকা‌লে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে রিজভী এসব কথা ব‌লেন। এ সময় তিনি জানান, গতকাল শুক্রবার রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে সভা চলাকালে দলের ৩৫ নেতাকর্মীকে পুলিশ আটক করে। আর গত পাঁচদিনে ঢাকাসহ সারা দেশে পাঁচশর অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।

সংবাদ সম্মেলনে ‘গণগ্রেপ্তার নয়, সন্ত্রাসীদের ধরা হচ্ছে’- স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানান বিএনপির এই‌ নেতা।

রিজভী বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীসহ পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে চাই-স্বাধীনতা যুদ্ধে আপনাদের অবদান নিঃসন্দেহে অবিস্মরণীয়। ২৫ মার্চের কালোরাত্রে পাক হানাদার বাহিনী প্রথমেই রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করে। দেশমাতৃকা রক্ষায় আপনাদের আত্মদান মানুষ এখনো মনে রেখেছে।'

বিএন‌পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের কথা উল্লেখ করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাস‌চিব আরো ব‌লেন, এখানে সরকারের প্রতিশোধ স্পৃহার প্রতিফলন ঘটে নাকি ন্যায়বিচার হয়- সেটিই এখন অবলোকন করার বিষয়। ন্যায়বিচার হলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো নেতিবাচক সিদ্ধান্ত হবে না।

(জাস্ট নিউজ/ওটি/১৪৩৭ঘ.)