ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা, আহত ১৫

ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা, আহত ১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ।

সোমবার বেলা ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় ছাত্রদলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে এজিএস পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সোহেলও রয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসির দিকে যাচ্চিল। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা পিছন থেকে লাঠি নিয়ে তাদেরকে ধাওয়া করে। এসময় কয়েকজনকে পিটিয়ে যখম করে ছাত্রলীগ।

এদিকে, দুপুর একটার দিকে ঢামেকে আহতদের দেখতে যান ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। তিনি অভিযোগ করে বলেন, আমরা প্রতিদিনের মত সকালে মধুর ক্যান্টিনে যাই। সেখান থেকে বের হয়ে টিএসসির দিকে এগোচ্ছিলাম। ঠিক তখনি ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের পিছু নেয়। পরে তারা ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে লাঠি নিয়ে অর্তকিতে হামলা চালায়। তাদের মারধরে আমাদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এ হামলার নিন্দা জানাই।

এমজে/