শোভন-রাব্বানীকে নিয়ে যা বললেন পার্থ (ভিডিও)

শোভন-রাব্বানীকে নিয়ে যা বললেন পার্থ (ভিডিও)

সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতি রেজয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে নিয়ে মুখ খুললেন বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। সম্প্রতি লন্ডনে একটি টিভি চ্যানেলে ‘প্রবাস সংলাপ’ নামের অনুষ্ঠানে তিনি শোভন-রাব্বানী ও ক্যাসিনো নিয়ে চলমান অভিযানসহ নানা বিষয়ে কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘শোভন আর রাব্বানী ৮৫ কোটি টাকা ঘুষ চেয়েছে, এতে সমস্যাটা কোথায়? তারা তো কোনো সিস্টেমের বাইরে যাননি। তারা দেখছে যে, ৭ হাজার কোটি টাকা বেসিক ব্যাংক খেয়ে ফেলছে। ১ লাখ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে।

মহাসচিবদের হাতে রোলেক্স ঘড়ি, সবার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যাংক খেয়ে ফেলছে ক্ষমতাসীন নেতারা। প্রতিদিনই পত্রিকায় আসছে যে, এ গাড়ি নিয়ে গেছে ও লুট করছে। তাহলে শোভন-রাব্বানীর দোষটা কোথায়?’

পার্থ বলেন, ‘ব্যাংক খালি করে ফেলা হচ্ছে, ১ লাখ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার হচ্ছে, এটা তো শোভন-রাব্বানীরা বুঝছে না, ওরা শুধু শুনছে। ওরা তাহলে ভাবছে যে, আমরা কী করব।’

ক্যাসিনো অভিযান প্রসঙ্গে বিজেপি চেয়ারম্যান বলেন, ‘এই ক্যাসিনো বা শুদ্ধি অভিযান গত ৮-৯ বছর ধরে চলছে। এগুলো যারা করছে, এর মাঝে সম্রাটের নাম আসছে, আরো অনেকের নাম আসছে। এসব শোভন-রাব্বানী দেখছে। কিন্তু তারা তো একটা ব্যাংক খেয়ে ফেলতে পারে না। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারেন না। তারা পারেন লোকাল ব্যবসা করতে। এ জন্য তারা এটাই চিন্তা করেছে।’

মাদক নিয়ে কথা বলতে গিয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘ইয়াবা বদি ঘুরতেছে। তার ওয়াইফ মেম্বার অব পার্লামেন্ট। দরবেশ, যারা শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িত, তারা পার্লামেন্টে। এমপিদের নামে এত কথা। আপনি যদি কুমির মারার জন্য নদী সেচেন, তবে মাছ মারা যাবে, কুমির তো ডাঙ্গাতেও থাকে।’