ফরমায়েশি রায় হয়েছে, উচ্চ আদালতে যাব: খন্দকার মাহবুব

ফরমায়েশি রায় হয়েছে, উচ্চ আদালতে যাব: খন্দকার মাহবুব

ঢাকা, ৮ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজাকে ‘ফরমায়েশি রায়’ আখ্যায়িত করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের এ কথা বলেন খন্দকার মাহবুব হোসেন।

রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব বলেন, নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য ফরমায়েশি রায় হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব ইনশাল্লাহ। আশা করি, সেখানে ন্যায়বিচার পাব।

(জাস্ট নিউজ/ওটি/১৬২১ঘ.)