সরকার একদলীয় শাসন চালিয়ে যেতে চায় : মির্জা আলমগীর

সরকার একদলীয় শাসন চালিয়ে যেতে চায় : মির্জা আলমগীর

সরকার দীর্ঘ মেয়াদে ‘একদলীয় শাসন’ চালিয়ে যাওয়ার জন্য জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার আয়োজন শুরু করেছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় জড়িয়ে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের সিনিয়র নেতাসহ সব পর্যায়ের নেতাদের হয়রানি করছে।

বিএনপির এ নেতার ভাষ্য, ‘জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার আয়োজন হয়েছে। বিএনপি নেতাদের ধ্বংস করার চক্রান্ত চলছে। কারণ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করে একচ্ছত্র ক্ষমতা দীর্ঘ মেয়াদে ভোগ করতে চায়।’

দুর্নীতির মামলায় নিম্ন আদালতে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে ১৩ ও তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ৩ বছরের দেয়া কারাদণ্ড হাইকোর্টে বহাল থাকায় উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেয়া হয়।

ফখরুল বলেন, সরকারের ‘চক্রান্ত’ অনুসারে ‘মিথ্যা ও সাজানো’ দুর্নীতির মামলায় মীর নাসির ও মীর হেলাল সাজা পেয়েছেন।

তিনি অভিযোগ করেন যে বিরোধী নেতাদের দমন ও নিপীড়নের জন্য সরকার বেপরোয়া আচরণের মাধ্যমে দেশকে ভয়াবহ নৈরাজ্যের মধ্যে নিপতিত করছে।

নাসির ও হেলালের বিরুদ্ধে থাকা ‘মিথ্যা’ মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি দাবি জানান বিএনপি মহাসচিব।

এমজে/