প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) বৈঠকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি।

ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপির ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী মিছিল স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। সকাল সাড়ে ১১টা পর্যন্ত নেতাকর্মীদের মিছিল স্লোগানে লোকারণ্য হয়ে ওঠে প্রেসক্লাব এলাকা। তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভ সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়কে প্রতিহিংসা ও ফরমায়েশি রায় উল্লেখ করে তা প্রত্যাখান করেন নেতরা।

এমজে/