ক্ষমতা টিকিয়ে রাখতেই ডিজিটাল আইন: মির্জা আলমগীর

ক্ষমতা টিকিয়ে রাখতেই ডিজিটাল আইন: মির্জা আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করছে সরকার। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘শুধু ক্ষমতায় টিকে থাকতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো বহুত আইন সৃষ্টি করা হয়েছে, যা দিয়ে অন্যায় অবিচার, নিপীড়ন, অত্যাচার করে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে। এই ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করতে হবে। এই আইনে গ্রেপ্তারকৃত সব মানুষকে মুক্তি দিতে হবে।’

বিএনপির মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এগিয়ে যাবে।

প্রতিবাদ সমাবেশ উপলক্ষে প্রেসক্লাবের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

চেকপোস্ট বসিয়ে, প্রেসক্লাবের সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রেখে নেতাকর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। জনগণ জেগে উঠলে সরকার টিকে থাকতে পারবে না, তাই এভাবে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।