মওদুদের মৃত্যুতে বসুরহাটে কাদের মির্জার ৩ দিনের শোক ঘোষণা

মওদুদের মৃত্যুতে বসুরহাটে কাদের মির্জার ৩ দিনের শোক ঘোষণা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও নোয়াখালী কোম্পানীগঞ্জের কৃতী সন্তান মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। সেই সাথে ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বসুরহাট পৌরসভায় তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে কাদের মির্জা তার ফেসবুকে এ-সংক্রান্ত একটি ঘোষণা পোস্ট করেন।

কাদের মির্জা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, কোম্পানীগঞ্জের কৃতী সন্তান ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ওনার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হইল। তাই কাল বৃহস্পতিবার, পরদিন শুক্রবার ও আগামী শনিবার বসুরহাট বাজারের সব ব্যবসায়ীকে কালো পতাকা উত্তোলন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। অনুরোধক্রমে আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।

এর আগে বুধবার দুপুরের দিকে কাদের মির্জার উদ্যোগে বসুরহাট পৌরসভার পাশে বিএনপি নেতা মওদুদ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি তোরণ নির্মাণ করা হয়। ওই তোরণে লেখা ‘ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’ তোরণটি তৈরি করার পর তোরণের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।

বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নুর হোসেন জানান, মওদুদ আহমদ শুধু কোম্পানীগঞ্জের নন, বাংলাদেশের একজন নক্ষত্র। তার মৃত্যুতে কাদের মির্জা তিন দিনের শোক ঘোষণা করে কালো পতাকা উত্তোলনের যে অনুরোধ করেছেন, এর সঙ্গে তারা সম্পূর্ণ একমত। তারা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শোক জানিয়ে ব্যানারও টাঙাবেন।

আর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, কাদের মির্জা যা করছেন, এটি তিনি তার মহানুভবতার পরিচয় দিয়েছেন। এ ছাড়া ইতিপূর্বে বিভিন্ন সভা-সমাবেশে কাদের মির্জা মওদুদ আহমদ সম্পর্কে অনেক ভালো বক্তব্য দিয়েছেন। বিষয়গুলোকে আমরা ইতিবাচক হিসেবেই দেখছি।

এমজে/