ভিপি নূরের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

ভিপি নূরের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার রাজশাহীতে মামলা করেছেন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় করা মামলায় নূরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, আওয়ামী লীগ নেতাকর্মীদের হেয় করার অভিযোগ আনা হয়েছে।

মামলার আর্জিতে বাদী দাবি করেছেন, ভিপি নূর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও সরকারের সম্পর্কে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করছেন। ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার উপক্রম হচ্ছে।

মামলার পর মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ভিপি নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, একজন মুসলমান হিসেবে আমি কষ্ট পেয়েছি। কে মুসলমান, তার সার্টিফিকেট নুরকে দেওয়ার অধিকার কেউ দেয়নি। এ কারণে আমি মামলাটি করেছি।’

মামলাকালে মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ যুবলীগ নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, বাদীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করতে একজন সিনিয়র উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুতই মামলার নথিপত্র ঢাকায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হবে। পাশাপাশি ভিপি নূর যে থানা এলাকায় থাকেন, তাঁকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে সেই থানায় বার্তা পাঠানো হবে। পাশাপাশি তাঁরা নিজেরাও দ্রুত সময়ের মধ্যে নুরকে গ্রেপ্তারের চেষ্টা করবেন।

একই কারণে ভিপি নুরের বিরুদ্ধে রাজধানীতে আরও দুটি মামলার হয়েছে।