স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের নেতারা।

মঙ্গলবার রাত সাড়ে নয়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় এ বৈঠক শেষ হয়। দেড় ঘণ্টাব্যাপি চলা বৈঠকে হেফাজতের পক্ষ থেকে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে হেফাজতের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- গ্রেপ্তারকৃতদের মুক্তি, নতুন করে হেফাজতের নেতাকর্মীদের হয়রানি না করা, রমজানের পরে কওমী মাদরাসা খুলে দেয়া।

বৈঠকে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী, দেওয়ানার পীর অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা আতাউল্লাহ আশরাফ, মাওলানা ইয়াহিয়া, মুফতি জসিমউদ্দিন প্রমূখ অংশ নেন।

এর আগে গত ১৯শে এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন হেফাজতে ইসলামের নেতারা।