জুনেই পদ্মাসেতুতে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখবে বাংলার মানুষ: কাদের

জুনেই পদ্মাসেতুতে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখবে বাংলার মানুষ: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরবর্তী নির্বাচন নয়, পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।

মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতৃত্বশূন্য দল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দল। সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় এসেছিল তারা।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ আবারো বিজয়ী হবে। আগামীকাল শেখ হাসিনাকে পদ্মাসেতুর সবশেষ তথ্য পাঠানো হবে। উনি সময় দিলে সেতুর উদ্বোধন করা হবে।

মন্ত্রী বলেন, ‘দুর্নীতির অভিযোগ দিয়ে সহযোগিতার হাত ফিরিয়ে নিয়েছিল বিশ্বব্যাংক। তারা চলে গেলেও আমরা আমাদের টাকা দিয়ে পদ্মাসেতু করেছি। জুনেই চন্দ্রালোকিত পূর্ণিমা রাতে পদ্মাসেতুতে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখবে।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।