শহীদ জিয়াকে নিয়ে সরকারের মিথ্যাচার

ক্ষমতা চলে যাবার ভয়ে মিথ্যাচার করছে সরকার: বিএনপি

ক্ষমতা চলে যাবার ভয়ে মিথ্যাচার করছে সরকার: বিএনপি

ক্ষমতা চলে যাচ্ছে, সরকার প্রতি মুহূর্তে এমন দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার দুঃস্বপ্ন দেখছে যে প্রতি মুহূর্তে তাদের ক্ষমতা চলে যাচ্ছে, জনগণ তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সে জন্য তারা নানা মিথ্যাচার করছে।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সরকারের মিথ্যাচার প্রসঙ্গে এ কথা বলেন ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের লেখা একটি বইকে উদ্ধৃত করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ছড়ানো হচ্ছে। সত্য হলো, প্রেসিডেন্ট আবু সাদাত মোহাম্মদ সায়েম ‘অ্যাট বঙ্গভবন: লাস্ট ফেজ’ নামে ইংরেজিতে লেখা বইটির কোথাও ‘অস্ত্রের মুখে জিয়া রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পদত্যাগে বাধ্য করেছিলেন’, এমন কথার উল্লেখ নেই।

বিএনপির মহাসচিব বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি বিষয়টির ফ্যাক্ট চেক করে সোমবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তথ্য-প্রমাণসহ উঠে এসেছে যে প্রয়াত জিয়াকে নিয়ে খবর প্রকাশের বিষয়টি ছিল উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার আর ইতিহাস বিকৃতির প্রচেষ্টা। মূল ইংরেজি বইতে জিয়া সম্পর্কে এ রকম কোনো তথ্য পাওয়া যায়নি।

এএফপিকে উদ্ধৃত করে মির্জা ফখরুল বলেন, অভিযোগের বিষয়টি সাজানো বলে তথ্য পেয়েছে এএফপি। বইটির বাংলা অনুবাদক নিজেও এএফপিকে জানিয়েছেন, ফেসবুকে এ নিয়ে যা ছড়ানো হয়েছে, তা বিভ্রান্তিকর। তিনি বিকৃত তথ্য ছড়ানোর তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত সত্য উদ্‌ঘাটনের জন্য এএফপিকে ধন্যবাদ জানান।

গতকাল সোমবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা, গ্যাসের মূল্যবৃদ্ধি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত ২০২১ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক প্রতিবেদনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার মূল কারণ উদ্‌ঘাটন, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত তাঁদের আইনের আওতায় আনা এবং আহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিও জানানো হয়।

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় সরকারের ব্যর্থতাকে দায়ী করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ দুর্ঘটনার জন্য সরকারের অবহেলা, সমন্বয়হীনতা ও অযোগ্যতা দায়ী। কনটেইনার ডিপো যেটা তৈরি করা হয়েছে, তার কিছু নীতিমালা আছে, সরকারের কন্ট্রোলিং অথোরিটি আছে, যারা এসব নিয়ন্ত্রণ করবে। দুর্ভাগ্যজনকভাবে এগুলো কেউ মনিটরিং করে না। যে করণে এসব দুর্ঘটনা ঘটছে।

বিস্ফোরণে নিহত ব্যক্তিদেরর পরিবার ও অগ্নিদগ্ধ আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।