সরকারের অপরিকল্পিত প্রজেক্টের কারণে ব্ল্যাকআউট হয়েছে: মির্জা আলমগীর

সরকারের অপরিকল্পিত প্রজেক্টের কারণে ব্ল্যাকআউট হয়েছে: মির্জা আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অপরিকল্পিত প্রজেক্টের কারণে বিদ্যুৎ নিয়ে ব্ল্যাকআউট হয়েছে। এজন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের ব্যর্থতায় দায়ী।

বুধবার (৫ অক্টোবর) রাজধানীর আসাদ গেটে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় এসব কথা বলেন তিনি। টুকু অসুস্থ হওয়ায় তাকে দেখতে গিয়েছিলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, সরকার উন্নয়ন নিয়ে চিৎকার-চেঁচামেচি করছে। বিপরীতে ৮ ঘণ্টা ব্ল্যাকআউটে দুর্ভোগে পড়েছে মানুষ। বিদ্যুৎ উৎপাদনের নামে অর্থ ব্যয় দেখিয়েছে সরকার। কিন্তু ব্ল্যাকআউট দেখলো দেশের মানুষ।

মির্জা ফখরুল বলেন, গতকাল অসহনীয় অবস্থা অনুভব ও উপলবদ্ধি করেছে জনগণ। শুধু অপরিকল্পিত নয়, সরকারের দুর্নীতির কারণেই এমন বিদ্যুৎ বিভ্রাট। সরকারের জবাবদিহিতা নেই বলেই এই দুর্ভোগ।

তিনি বলেন, সরকার এখন জাতির জন্য বোঝা হয়ে গেছে। এজন্য সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ এখন বর্গীদের মতো সব লুটে নিচ্ছেন।