খালেদা জিয়ার জামিন প্রশ্নে আদেশ দেয়নি আপিল বিভাগ, ফের শুনানি শুরু দুপুর ১২টায়

খালেদা জিয়ার জামিন প্রশ্নে আদেশ দেয়নি আপিল বিভাগ, ফের শুনানি শুরু দুপুর ১২টায়

ঢাকা, ১৫ মে (জাস্ট নিউজ) : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন প্রশ্নে কোনো আদেশ দেননি আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল আবেদনের ওপর আরো শুনানি শুরু হয়। দুপুর ১২টায় আবার শুনানি শুরু হবে। রাষ্ট্রপক্ষে শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সকাল ৯টা ৫০ মিনেটে প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ রায়ের জন্য এজলাসে ওঠেন। এ সময় রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের ডায়াসে দাঁড়িয়ে একদিন সময় আবেদন করেন।

এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘একদিন সময় দিতে পারব না। কারণ, আগামীকাল আমার একজন সহকর্মী আদালতে আসতে পারবেন না।’

এরপর অ্যটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি বলেন, ‘আপনি সাড়ে ১১টার দিকে আসেন। তখন আদালত থেকে আইনজীবীরা বের হয়ে যান।’

(জাস্ট নিউজ/জেআর/১১৩০ঘ.)