সমাবেশে আওয়ামী লীগ বাধা দিচ্ছে, পুলিশ তা কার্যকর করছে: জোনায়েদ সাকি

সমাবেশে আওয়ামী লীগ বাধা দিচ্ছে, পুলিশ তা কার্যকর করছে: জোনায়েদ সাকি

শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ গণতন্ত্র মঞ্চের সমাবেশে বাধা দিচ্ছে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে মারামারি, হামলা, সংঘর্ষ সৃষ্টি করতে চান। এই সংঘর্ষ-হামলার ফাঁদ তারা পেতেছে। পুলিশ সেটাকে পরিপূর্ণভাবে পৃষ্ঠপোষকতা করছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি চেয়েছি। আওয়ামী লীগ সমাবেশ করবে এ কারণে আমাদের অনুমতি দিচ্ছে না। সিরাজগঞ্জে সমাবেশ করতে পারছি না আওয়ামী লীগের বাধার কারণে। আওয়ামী লীগ বাধা দিচ্ছে আর পুলিশ তা কার্যকর করছে। কৌশলে তারা সমাবেশের অন্যত্র জায়গার কথা বললেও বাস্তবে আওয়ামী লীগ যে বাধা দিচ্ছে সেই বাধা তারা কার্যকর করছে। এটাই বর্তমানে পুলিশের ভূমিকা।

তিনি বলেন, করাতিপাড়ায় আমরা সমাবেশ করবো তা আগে থেকেই ঘোষণা করেছি। সেটা পুলিশ জানে।

আওয়ামী লীগ সেখানে হঠাৎ করে শান্তি সমাবেশ ঘোষণা করলো তাই পুলিশ সেখানে আমাদের অনুমতি দেয়নি। পুলিশকে অন্য জায়গায় সমাবেশ করার ব্যবস্থা করতে জানালে সেটাতেও অপারগতা প্রকাশ করছে। আওয়ামী লীগের সহযোগী হিসেবে পুলিশ কাজ করছে দাবি করে জোনায়েদ সাকি বলেন, যারা হামলাকারী, মহড়া দেয় তাদের ব্যাপারে কোন ব্যবস্থাই তারা গ্রহণ করছে না। বিরোধী দলের কণ্ঠ দমন করা, সভা-সমাবেশে বাধা দেয়া, মিছিলে হামলা দেয়া এই কাজগুলো আওয়ামী লীগ করছে আর তার সহযোগী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।