দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়, ইইউ’কে জাতীয় পার্টি

দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়, ইইউ’কে জাতীয় পার্টি

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি। শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশানের একটি বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সংলাপের মাধ্যমে সমাধান চেয়েছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বৈঠক শেষে বলেন, দেশের মানুষ চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দরকার। এজন্য সরকার ও ইসির ভূমিকা পালন প্রয়োজন।

বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান চুন্নু। বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা মাসরুর মাওলা উপস্থিত ছিলেন।