‘খুলনা মডেলের নির্বাচন গাজীপুরে করতে চাইলে পরিস্থিতি ভয়াবহ হবে’

‘খুলনা মডেলের নির্বাচন গাজীপুরে করতে চাইলে পরিস্থিতি ভয়াবহ হবে’

গাজীপুর, ১৮ মে (জাস্ট নিউজ) : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, নির্বাচন কমিশন খুলনা মডেলের মতো গাজীপুরের নির্বাচন করতে চাইলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ওইদিনই এ সরকারের ভাগ্য নির্ধারণ হবে। আগামী ২৬ জুন ভোট ডাকাতি করার চেষ্টা করা হলে আমাদের কর্মীবাহিনী ভোট ডাকাতদের মাটির সঙ্গে মিশিয়ে দেবে।

ধানের শীষ প্রতীকের এই প্রার্থী আরো বলেন, গাজীপুর সিটি করপোরেশনের এবারের নির্বাচনে ভোটকেন্দ্র রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। প্রতিটি কেন্দ্রে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। আমাদের কর্মীরা জীবন দিয়ে হলেও ব্যালট পেপার রক্ষায় বদ্ধ পরিকর।

বৃহস্পতিবার গাজীপুরে নিজ বাসভবনে নির্বাচন পরিচালনা কমিটির সভা শেষে হাসান উদ্দিন সরকার সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

বিএনপির এই নেতা বলেন, ১৯৭১ সালে গাজীপুর থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। ৪৮ বছর পর আবারও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষা এবং জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গাজীপুর থেকেই আন্দোলন সূচিত হবে।

হাসান উদ্দিন সরকারের টঙ্গীর বাসভবনে নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে চুলচেরা বিশ্লেষণ এবং খুলনার নির্বাচনের প্রেক্ষিতে গাজীপুরে ২০ দলের কেন্দ্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করা হয়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন সরকার প্রমুখ।

(জাস্ট নিউজ/এমআই/১২০৩ঘ.)