দয়াগঞ্জে বিএনপির গণমিছিলে নেতাকর্মীদের ঢল

দয়াগঞ্জে বিএনপির গণমিছিলে নেতাকর্মীদের ঢল

অবিলম্বে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গণমিছিলে দয়াগঞ্জ মোড় ও আশেপাশে অসংখ্য নেতাকর্মীর ঢল নেমেছে। জুমার নামাজের পর নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে গণমিছিলে জড়ো হচ্ছেন। তারা খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিকেল তিনটায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করার কথা থাকলে অবস্থা সংশ্লিষ্টরা জানান বিকেল চারটায় তা শুরু হবে। ওই গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। এতে নেতৃত্ব দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

এছাড়াও একই সময়ে গুলশান ২ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে। এটি গুলশান-১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ মহানগর উত্তর বিএনপির নেতারা।

পৃথক দুটি গণমিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় সিনিয়র নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও অংশ নেবেন।

গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপতভাভে এক দফার ঘোষণা দেয়। এই একদফার মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান।

এরপর তারা ২৮ জুলাই যুগপতভাবে ঢাকায় মহাসমাবেশ ও ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি এবং ঢাকায় গত ১১ আগস্ট গণমিছিল করেছে।