মানিকগঞ্জে মহিলাদলের মিছিলে পুলিশের বাধা

মানিকগঞ্জে মহিলাদলের মিছিলে পুলিশের বাধা

৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার সকালে জেলা মহিলা দলের নেতাকর্মীরা শহর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় পুলিশের সঙ্গে মহিলা দলের নেতৃবৃন্দের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ মহিলা দলের ব্যানার নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সেখানেই মহিলা নেতৃবৃন্দ কিছু সময় শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধের সমর্থনে তারা পুলিশের সামনে স্লোগান এবং তফসিল বাতিলের দাবি জানান। এছাড়া জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে তারা রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রেখেছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক রিটা রহমান,সাংগঠনিক সম্পাদক মাসুমা খনম মুক্তি সহ শতাধিক মহিলা দলের নেতাকর্মীরা।

অপরদিকে সকাল সাড়ে ৭ টার দিকে মানিকগঞ্জ শহরের দুধবাজার আঞ্চলিক সড়কে ঝটিকা মিছিল করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠন জেলার বিভিন্ন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে।

এদিকে ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন ঢাকা আরিচা মহাসড়কে দূরপাল্লার কোনো ধরনের যানবাহন চলাচল করেনি।